নাভানা ফার্মা ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল যৌথভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। চিকিৎসক ও নার্সসহ ৪০ জনের একটি মেডিকেল টিম ফেনীর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আশ্রয়কেন্দ্রে সহস্রাধিক বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা দেন।
পাশাপাশি তাঁরা স্যালাইন, শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. জোনাইদ শফিক বলেন, ‘দেশের মানুষের কল্যাণে আমাদের প্রতিষ্ঠান সব সময় সর্বাত্মকভাবে পাশে থাকার চেষ্টা করে। এবারের এই ভয়াবহ বন্যায় আমরা ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। বন্যার্তদের জন্য আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।’