হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) এবং কনকর্ড রেডি-মিক্স অ্যান্ড কংক্রিট প্রোডাক্টস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক-চুক্তি সই হয়েছে। প্রতিষ্ঠান দুটির উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি এইচবিআরআইয়ের সভাকক্ষে এই চুক্তি সই হয়।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. আশরাফুল আলম। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল রিসার্চ অফিসার মো. নাফিজুর রহমান। অনুষ্ঠানে কনকর্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. শাহরিয়ার কামাল, কনকর্ড গ্রুপের উপদেষ্টা সৈয়দ মাহফুজ আহমেদ, ডিরেক্টর রিয়েল এস্টেট মো. আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এইচবিআরআই এবং কনকর্ড রেডি-মিক্স অ্যান্ড কংক্রিট প্রোডাক্টস লিমিটেডের বিকল্প নির্মাণ সামগ্রীর সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ, ইটভাটার ক্ষতিকর প্রভাব থেকে কৃষিজমি রক্ষা, খাদ্য নিরাপত্তা তথা দেশের সার্বিক উন্নতিতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এটা কনকর্ড রেডি-মিক্স অ্যান্ড কংক্রিট প্রোডাক্টস লিমিটেডের সঙ্গে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের দ্বিতীয় পর্যায়ের যৌথ কার্যক্রম।
এসব তথ্য এইচবিআরআইয়ের পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।