হোম > অর্থনীতি > করপোরেট

রমজানে স্বপ্নে বিভিন্ন পণ্যে ছাড়

সামনে মাহে রমজান। তাই পরিবারের প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে রমজান উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে দেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’। স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১ থেকে ২ মার্চ বেশ কিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে স্বপ্নের আউটলেটে গ্রাহকেরা কিনতে পারবেন। 

ছাড় দেওয়ার পর স্বপ্নের পণ্যের দাম
ছোলা (প্রতি কেজি) ৯৯ টাকা (ভ্যাট নেই), নতুন আলু (প্রতি কেজি) ২৬ টাকা (ভ্যাট নেই), গরুর মাংস (প্রতি কেজি) ৭৪০ টাকা (ভ্যাট নেই), ফার্মের ডিম (প্রতিটি) ১০ টাকা ৯৫ পয়সা (ভ্যাট নেই), ইলিশ (৪০০-৪৯৯ গ্রাম) -প্রতিটি ৩৭৫ টাকা (ভ্যাট নেই) ও রুই মাছ (১-১ দশমিক ৪৯৯ কেজি) ২৯৫ টাকা (ভ্যাট নেই)। 

পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৭৫ টাকা (ভ্যাট নেই), মিনিকেট প্রিমিয়াম চাল ৬৮ টাকা (ভ্যাট নেই), নাজিরশাল প্রিমিয়াম চাল ৭৩ টাকা (ভ্যাট নেই), এসিআই অ্যারোমা/পুষ্টি চিনিগুঁড়া চাল (প্রতি কেজি) ১৫০ টাকা, ফ্রেশ লবণ (প্রতি কেজি) ৩৫ টাকা ৭০ পয়সা, ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার-১০০০ গ্রাম ৭৪০ টাকা ২৫ পয়সা, এসিআই পিউর চিক বেসন (৫০০ গ্রাম) ১০৫ টাকা, ট্যাং পাউডার ড্রিংক অরেঞ্জ/ম্যাঙ্গো (জার) ৭১৯ টাকা ৫০ ও ট্যাং পাউডার ড্রিংক অরেঞ্জ/ম্যাঙ্গো (জার-২ কেজি) ১৭৮৫ টাকা। 

রুহ আফজা-৭৫০ মিলি ৫৪০.৭৫ টাকা, নিউট্রোলাইফ জুস-১ লিটার ২৪৬ টাকা ৭৫ পয়সা, ইস্পাহানি মির্জাপুর বেস্টলিফ চা ৪০০ গ্রাম ১৭৮ টাকা ৫০ পয়সা, মসুর ডাল (ছোট দানা-১ কেজি) ১২৩ টাকা (ভ্যাট নেই), এসিআই পিউর হলুদ/মরিচ পাউডার-২০০ গ্রাম ৮৪ টাকা, তীর হালিম মিক্সড-২০০ গ্রাম ৪৯ টাকা ৯৮, কোকাকোলা/স্প্রাইট ২ দশমিক ২৫ লিটার ১৪১ টাকা ৭৫ পয়সা ও সানসিল্ক শ্যাম্পু (৩৪০ +-১০ মিলি) ৩৩৬ টাকা। 

এ ছাড়া মুড়ি, চিড়া, মসলা, বেবী ডায়পারসহ বিভিন্ন পণ্যে থাকবে ছাড়। এসিআই/পুষ্টির আটা-ময়দার ২ কেজি প্যাকে থাকছে ১৭ টাকা ছাড়। 

একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে। এ ছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ ও মাংসে কোনো ভ্যাট নেই।

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’