হোম > অর্থনীতি > করপোরেট

হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দিলেন রেজাউল করিম 

বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন অতিরিক্ত সচিব রেজাউল করিম। গত ২৬ ফেব্রুয়ারি মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে তিনি বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

গত সোমবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাগণ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়। এ সময় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. তবিবুর রহমান (উপসচিব), পরিচালক (কারিগরি) সৈয়দ জহুরুল ইসলাম (যুগ্ম সচিব) এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সকল কর্মকর্তা এবং আওতাধীন সকল প্রকল্পের পরিচালক ও উপপরিচালকগণ উপস্থিত ছিলেন। নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রেজাউল করিমকে পেয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। 

মোহাম্মদ রেজাউল করিম সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আগামী দিনে আরও গতিশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আজ কর্মকর্তাগণের শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময় সভায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ প্রদান করায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জাতির পিতা, মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ১৫ ই আগস্টের শহীদগণের আত্মার শান্তি কামনা করেন।

মোহাম্মদ রেজাউল করিম ১৩ তম বিসিএস এর কর ক্যাডারের কর্মকর্তা। তিনি সহকারী কমিশনার (কর) হিসেবে ১৯৯৪ সালে যোগদান করেন। বর্ণাঢ্য কর্মজীবনে ২০১৩ সালে উপসচিব পদে, ২০১৯ সালে যুগ্ম-সচিব এবং ২০২২ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান রেজাউল করিম। সর্বশেষ তিনি বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা