হোম > অর্থনীতি > করপোরেট

স্ট্যান্ডার্ড চার্টার্ড-রেকিট বেনকাইজারের মধ্যে চুক্তি সই

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং রেকিট বেনকিজার বাংলাদেশের মধ্যে চুক্তি সই হয়েছে। সম্প্রতি হওয়া এই চুক্তির ফলে অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ডেটা ট্রান্সফার সেলস কালেকশন আরও সহজ হবে। 

স্ট্যান্ডার্ড চার্টার্ডের স্ট্রেট-টু-ব্যাংক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে রেকিটের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইপিআর) প্ল্যাটফর্ম আরও সহজে পছন্দ মতো ফাইল ফরম্যাট, নেটওয়ার্ক প্রোটোকল এবং মান অনুযায়ী তথ্য আদান-প্রদান ও জরুরি নোটিফিকেশন পাবে। ক্লায়েন্টদের ব্যাংকিং চাহিদাগুলো অনলাইনে সহজলভ্য করার মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড এই সেক্টরে তাদের অপারেশনাল দক্ষতা বৃদ্ধি, করপোরেট স্বচ্ছতা বৃদ্ধি এবং নির্ভুলতা নিশ্চিত করছে। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব ট্রান্সেকশন ব্যাংকিং লুৎফুল আরেফিন খান বলেন, ‘আমাদের ক্লায়েন্টদের নির্দিষ্ট ব্যবসায়িক চাহিদা ও প্রয়োজন বুঝতে এবং তাঁদের সম্ভাব্য সেরা সমাধানটি দিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড সর্বদা নিবেদিত। অত্যাধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল টুলস নেওয়ার মাধ্যমে আমরা ক্লায়েন্টদের আরও উন্নত ও ভবিষ্যৎ উপযোগী করে তুলতে কাজ করছি।’ 

রেকিট বেনকিজার বাংলাদেশ, পিএলসির ফাইন্যান্স ডিরেক্টর তন্ময় গুপ্তা বলেন, ‘অটোমেশন রেকিটের অন্যতম প্রধান কৌশল। আমরা সব সময়ই নতুন প্রযুক্তি গ্রহণের জন্য আগ্রহী, যা অপারেশনাল দক্ষতা বৃদ্ধিতে ও ডেটা সুরক্ষা উন্নত করতে সাহায্য করবে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে অংশীদারত্বের ফলে, হোস্ট-টু-হোস্ট কানেকটিভিটি নিঃসন্দেহে আমাদের কালেকশন প্রসেসকে সহজতর করবে।’ 

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত