হোম > অর্থনীতি > করপোরেট

বিশ্ব রোগী সুরক্ষা দিবসে ওষুধ প্রশাসন অধিদপ্তরের শোভাযাত্রা

ওষুধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কারিগরি সহযোগিতায় বিশ্ব রোগী সুরক্ষা দিবস (১৭ সেপ্টেম্বর) পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রার নেতৃত্ব দেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। এতে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিসহ ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির প্রতিনিধি, ইউএসএআইডি-এমটিএপিএসের প্রতিনিধি, ডাব্লিওএইচও-এর প্রতিনিধি, বিভিন্ন ওষুধ উৎপাদনের প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অতিথি অংশ নেন।

শোভাযাত্রাটি ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে জনস্বাস্থ্য প্রতিষ্ঠান চত্বর প্রদক্ষিণ করে পুনরায় প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। সভায় এডিআরএম সেলের সদস্যসচিব মাহবুব হোসেনের স্বাগত বক্তব্যের পর দিবসের প্রতিপাদ্য বিষয়, স্লোগান ও গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ফার্মাকোভিজিল্যান্স বিভাগের প্রধান মো. আকতার হোসেন।

সভাপতির বক্তব্যে মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, ‘স্বাস্থ্যসেবায় রোগীর সুরক্ষা নিশ্চিত করতে রোগী ও পরিবারের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্য সুরক্ষায় রোগীর সম্পৃক্ততার মাধ্যমে শতকরা ১৫ ভাগ ক্ষতির পরিমাণ কমিয়ে অসংখ্য রোগীর জীবন রক্ষা করা এবং চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব।’

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত