হোম > অর্থনীতি > করপোরেট

এমএসএমই খাতের বৈশ্বিক প্রসারে সরকারি নীতিসহায়তা ও ব্র্যান্ডিং জরুরি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

শুধু সস্তায় পণ্য বিক্রি নয়, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও রপ্তানি আয় বাড়াতে অতি ক্ষুদ্র এবং ছোট-মাঝারি (এমএসএমই) উদ্যোক্তাদের জন্য সরকারের জোরালো নীতিসহায়তা এখন সময়ের দাবি। পণ্যের আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী নকশা (ডিজাইন), মান নিয়ন্ত্রণ ও ফ্যাক্টরির কমপ্লায়েন্স সার্টিফিকেশনের পাশাপাশি বিশ্ববাজারে শক্তিশালী ব্র্যান্ডিং গড়ে তোলা অপরিহার্য। আজ বুধবার চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আয়োজিত এক সেমিনারে সরকারের নীতিনির্ধারক ও ব্যবসায়িক নেতারা এসব কথা বলেন।

চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বিসিক। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. রাশেদুল করিম মুন্না। তিনি বলেন, ‘অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পুঁজি বিনিয়োগ একটা বড় চ্যালেঞ্জ হলেও এমএসএমইর বিদ্যমান সংজ্ঞার সীমাবদ্ধতার কারণে উদ্যোক্তারা নানান বাধার সম্মুখীন হন। এটার পরিবর্তন দরকার। বিশ্বমানের ডিজাইন, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং ব্র্যান্ডিংয়ের পাশাপাশি সরকারের নীতিসহায়তা ছাড়া এমএসএমই খাত থেকে জাতীয় আয় বা রপ্তানি কোনোটাই বাড়ানো সম্ভব নয়।’

সেমিনারের প্রধান অতিথি শিল্পসচিব ওবায়দুর রহমান বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্সসহ অন্য সব ক্ষেত্রে যেসব হয়রানি, তা নিরসন করে ব্যবসার সব অনুষঙ্গকে এক ছাতার নিচে না আনতে পারলে এমএসএমই খাত থেকে প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব নয়। বিসিকের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ইপিবি, বিসিক বা শিল্প মন্ত্রণালয় সবাই এক হয়ে সমন্বিতভাবে কাজ করলেই অতি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে প্রত্যাশিত অবদান রাখতে পারবেন।

ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, দেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেমন করা হচ্ছে, তেমনি অন্যান্য দেশের মেলায় ক্ষুদ্র উদ্যোক্তারা যেন অংশ নিতে পারেন, সেই বিষয়েও কাজ করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো।

সিটিজেনস ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

খালেদা জিয়ার মৃত্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির শোক

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত