হোম > অর্থনীতি > করপোরেট

সনি-র‍্যাংগসের পণ্য কিনে কক্সবাজারে ৩ দিন থাকার সুযোগ

সনি-র‍্যাংগস নামে পরিচিত প্রতিষ্ঠান র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড গ্রাহকদের জন্য লালমাটিয়া র‍্যাংগস ফ্ল্যাগশিপ স্টোরে ‘সনি ফাইভ স্টার ভ্যাকেশন: জিতবে এবার সবাই’ ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এ বছরের সনি টিভির, ‘সিনেমা আসছে তোমার ঘরে’ থিম-কে কেন্দ্র করে ২০২৪ সালের নতুন সনি ব্রাভিয়া এলইডি টিভি ও ইউএলটি সিরিজের উদ্বোধন উপলক্ষে এই বিশেষ ক্যাম্পেইনের সূচনা করা হয়। 

বাংলাদেশের সনি প্রেমীদের জন্য, সনি-র‍্যাংগস কক্সবাজারে তিন দিন দুই রাত পাঁচ তারকা হোটেলের থাকার সুযোগ নিয়ে ‘সনি ফাইভ স্টার ভ্যাকেশন: জিতবে এবার সবাই’ ক্যাম্পেইন ঘোষণা করেছে। যেকোনো গ্রাহক ৫৫ ইঞ্চি এবং এর ওপরে সনি নতুন ব্রাভিয়া ৩,৭, ৮,৯ মডেল এবং ইউএলটি ১০০০ কিনলেই এই অফারটি উপভোগ করবেন। 

সনি ব্রাভিয়া ২০২৪ সিরিজের গুগল টিভি। এই নতুন সিরিজে থাকছে ফোরকে এইচডিআর পিকচার কোয়ালিটি এবং অ্যাডভান্সড মিনি এলইডি টেকনোলজি, যা প্রতিটি মুভি নাইটকে নিয়ে যাবে ব্লকবাস্টারের এক্সপেরিয়েন্সে। এক্সআর ব্যাকলাইট মাস্টার ড্রাইভ সহ ব্রাভিয়া ৯ দিচ্ছে আনপ্যারালালড কনট্রাস্ট ও ব্রাইটনেস। যা সিনেমাটিক এক্সপেরিয়েন্স এর এক নতুন দুনিয়ায় নিয়ে যাবে। আরও রয়েছে স্ম্যার্ট গুগল টিভি ফিচার, ভয়েস কন্ট্রোল ও অ্যাম্বিয়েন্ট মুড, যা দেবে বিনোদনের এক ভিন্ন মাত্রা। 

এছাড়াও, সনি নিউ ইউএলটি সিরিজ এসে গেছে ম্যাসিব ব্যাস এবং আলটিমেট ভাইবস নিয়ে গান শোনার অভিজ্ঞতাকে পাল্টে দিতে। আড্ডায় কিংবা পার্টি হবে আরও প্রাণবন্ত সনি ইউএলটি টাওয়ার ১০ সিরিজের নতুন মিউজিক সিসটেমের সঙ্গে। অথবা ইউএলটি অয়্যার হেডফোন কানে হারিয়ে যাবে হেড-শেকিং ব্যাস মিউজিকের দুনিয়ায়। 

সমস্ত নতুন মডেল ইতিমধ্যেই দেশব্যাপী সনি-র‍্যাংগস শোরুম এবং অনলাইন স্টোর (shop.rangs.com.bd) থেকে পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে সকল ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় সনি সাউন্ডবার, নেটফ্লিক্স সাবস্ক্রিপশনসহ আকর্ষণীয় ডিসকাউন্ট। 

মি. রিকি লুকাস, ব্রাঞ্চ হেড, সনি ইলেকট্রনিকস সিঙ্গাপুর লিমিটেড (বাংলাদেশ ব্রাঞ্চ) এবং মোহাম্মদ জানে আলম, সিনিয়র জেনারেল ম্যানেজার, র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড; যৌথভাবে এই ক্যাম্পেইনের ঘোষণা করেন। সনি ইলেকট্রনিকস বাংলাদেশ টিম এবং র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’