হোম > অর্থনীতি > করপোরেট

সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে এমিরেটসের ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এমিরেটস ৯টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ১৩টি এনজিওকে সহায়তা দিচ্ছে। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী শিশুদের স্বাস্থ্য ও কল্যাণের কাজে নিয়োজিত ১৩টি তৃণমূল এনজিওকে সহায়তা দেওয়ার লক্ষ্যে এমিরেটস এয়ারলাইনস ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইনের উদ্বোধন করেছে। ১০ হাজার মার্কিন ডলার বা এর সমমান অর্থ পর্যন্ত যেকোনো মুদ্রায় প্রদত্ত অনুদানের বিপরীতে এমিরেটস এয়ারলাইনস ফাউন্ডেশন সমপরিমাণ অর্থ দেবে।

এমিরেটস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিটি এমিরেটস ফ্লাইটে অনুদান এনভেলপ রাখা হবে এবং যাত্রীরা যেকোনো পরিমাণ অর্থ যেকোনো মুদ্রায় এই এনভেলপে ঢুকিয়ে যথাযথভাবে সিল করে কেবিন ক্রুদের হস্তান্তর করতে পারবে। ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমেও অনুদান দেওয়া যাবে। এমিরেটস এয়ারলাইনস ফাউন্ডেশনের স্বতন্ত্র, সুরক্ষিত ও ব্যবহার বান্ধব পেমেন্ট পোর্টালের মাধ্যমে যে কেউ অনুদান দিতে পারবেন। ব্যাংক ট্রান্সফার অথবা ‘এমিরেটস এয়ারলাইনস ফাউন্ডেশন’-এর অনুকূলেও অনুদানের অর্থ গৃহীত হবে।

বর্তমানে ফাউন্ডেশনটি ৯টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ১৩টি এনজিওকে সহায়তা দিচ্ছে। যেসব কার্যক্রমকে ফাউন্ডেশন পৃষ্ঠপোষকতা করে, তার মধ্যে রয়েছে—নিরাপদ আবাসন, অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যসেবা, শিক্ষার সুযোগ এবং ভোকেশনাল শিক্ষা উদ্যোগ ইত্যাদি। বিগত দুই দশকের অধিক সময় ধরে এমিরেটস এয়ারলাইনস ফাউন্ডেশন বিশ্বের হাজার হাজার শিশুদের জীবনে ইতিবাচক ভূমিকা রেখে আসছে।

এমিরেটসের গ্রাহক, দাতা ও এমপ্লয়িদের অনুদানের ওপর ভিত্তি করেই বিভিন্ন প্রকল্পকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুদানের প্রায় সব অর্থই সরাসরি প্রকল্পগুলোকে হস্তান্তর করা হয়। প্রশাসনিক ব্যয়কে যথাসম্ভব ন্যূনতম পর্যায়ে রাখার জন্য এমিরেটসের এমপ্লয়ি এবং স্বেচ্ছাসেবকদের সহায়তা নেওয়া হয়।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ