হোম > অর্থনীতি > করপোরেট

ঈদ উপলক্ষে বিভিন্ন অফার ঘোষণা স্যামসাংয়ের

আসন্ন ঈদ উপলক্ষে ‘বোনাস এর ওপর বোনাস’ শীর্ষক ক্যাম্পেইন চালু করেছে স্যামসাং। এই ক্যাম্পেইনে টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার ও মাইক্রোওয়েভ ওভেন কিনলে ক্রেতারা পাবেন বিভিন্ন অফার। ইতিমধ্যে চালু হওয়া ক্যাম্পেইনটি চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত (স্টক থাকা সাপেক্ষে)। 

অফারটির অংশ হিসেবে এখন নির্দিষ্ট মডেলের কিউএলইডি টিভি কেনার ক্ষেত্রে ক্রেতারা পাবেন ৬০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং নির্দিষ্ট ফোরকে ইউএইচডি টিভি কেনায় উপভোগ করবেন সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ক্যাম্পেইনে ৫৫ ইঞ্চি নিও কিউএলইডি টিভি (৫৫ কিউএন ৮৫ সি) কেনা যাবে ২ লাখ ১৯ হাজার ৯০০ টাকায় এবং ৪৩ ইঞ্চি ইউএইচডি টিভি (৪৩ সিইউ ৮০০০) কেনা যাবে ৬৩ হাজার ৯০০ টাকায়। 

গৃহস্থালির ক্ষেত্রে প্রয়োজনীয় অ্যাপ্লায়েন্স কেনার সুবিধায় এই ক্যাম্পেইনে থাকছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার ও মাইক্রোওয়েভ কেনায় ক্যাশব্যাক অফার। যেসব ক্রেতাদের কাছে ব্র্যান্ড হিসেবে স্যামসাং পছন্দ এবং হোম ডেকর নিয়ে যাদের আগ্রহ রয়েছে, তারা সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর কেনার ক্ষেত্রে সীমিত সময়ের জন্য আকর্ষণীয় অফার উপভোগ করবেন–ক্রেতারা ৭০০ লিটার আরএস ৭২ সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর কিনতে পারবেন মাত্র ১ লাখ ৬৫ হাজার ৯০০ টাকায়। 

ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি ক্রেতারা ৩৬ মাস পর্যন্ত বিভিন্ন ধরনের ইএমআই সুবিধা উপভোগ করবেন। অনুমোদিত ডিস্ট্রিবিউটরের পলিসি অনুযায়ী ক্রেতারা উপভোগ করবেন হায়ার পারচেজ (কিস্তি) সুবিধা। স্যামসাংয়ের সব রেফ্রিজারেটরে রয়েছে ২০ বছরের ওয়ারেন্টিসহ ডিজিটাল ইনভার্টার কম্প্রেসর। এছাড়াও, বিভিন্ন মডেলের টপ লোড ও ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের ডিজিটাল ইনভার্টার কম্প্রেসরে স্যামসাং দিচ্ছে ২০ বছরের ওয়ারেন্টি সুবিধা। 

ক্যাম্পেইনের বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকসের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের হেড অব বিজনেস (ডিরেক্টর) শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘এই ঈদে আমাদের ক্রেতাদের জন্য স্যামসাংয়ের বিস্তৃত পরিসরের পণ্য থেকে নিজেদের পছন্দের পণ্য কেনার ক্ষেত্রে আকর্ষণীয় এমন সুযোগ নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ক্রেতা সন্তুষ্টি নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। ক্রেতাদের বিশ্বের শীর্ষস্থানীয় উদ্ভাবনী এন্টারটেইনমেন্ট ও হাউজহোল্ড পণ্য কেনার এটাই সুযোগ।’

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা