বাংলাদেশে গত বছর ব্যবসায়িক সাফল্য অর্জন করতে অবদান রাখা এজেন্টদের সম্মাননা জানিয়েছে বাহরাইনের রাষ্ট্রীয় এয়ারলাইনস গালফ এয়ার। গত বৃহস্পতিবার ঢাকার রেনেসাঁ হোটেলে জমকালো অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়।
এজেন্টদের সম্মাননা জানায় ২০২২ সালে বিশ্বের সবচেয়ে সেরা এয়ারলাইনসের পুরস্কার-স্কাইট্রাক্স ওয়ার্ল্ড এয়ারলাইনস অ্যাওয়ার্ড জেতা গালফ এয়ার। গালফ এয়ার এবং বাংলাদেশে গালফ এয়ারের জিএসএ আই-বিজনেস হোল্ডিং লিমিটেড যৌথভাবে এই এজেন্ট নাইট উদ্যাপন করেছে।
অনুষ্ঠানে সেরা ২০ এজেন্টের হাতে সম্মাননা তুলে দেন গালফ এয়ারের কান্ট্রি ম্যানেজার ইশা শাহ, গালফ এয়ারের এয়ারপোর্ট ম্যানেজার জাসিম ঘারিব এবং গালফ এয়ারের জিএসএ আই-বিজনেস হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মারুফুল ইসলাম ঝলক।
অনুষ্ঠানে মারুফুল ইসলাম ঝলক বলেন, ‘এজেন্টরা হলেন আমাদের অংশীদার। আমাদের ব্যবসার সাফল্য-ব্যর্থতা তাঁদের ওপর নির্ভর করে। গালফ এয়ারের অসামান্য এই ব্যবসায়িক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন এই এজেন্টরা।’