শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে লিখিত ‘শিক্ষার্থীর স্বাস্থ্য’ নামক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন উত্তরা গ্রুপের চেয়ারম্যান জনাব মতিউর রহমান। গতকাল রোববার রাজধানীর উত্তরা সেন্টারে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরা গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বইটির লেখক আ. স. ম ওয়াহিদুজ্জামান।
উত্তরা সেন্টারে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক এবং উত্তরা গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানসমূহের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে বইটির প্রকাশক জনাবা আই ভি খান ওয়াহিদও উপস্থিত ছিলেন।