দেশে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে দুই দশকের বেশি সময় ধরে। এতে চলতি বছর কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ ভিন্ন উদ্যোগ নিয়েছে।
মশা নিধনজাতীয় বেশ কিছু পণ্যে ডিসকাউন্ট দিয়ে পণ্য বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, এসিআই অ্যারোসল স্প্রে ৪৭৫ মিলিলিটার পণ্যে থাকছে ৩০ টাকা সাশ্রয়। এ ছাড়া হিট অ্যারোসল স্প্রে ৪০০ মিলিলিটার পণ্যে শতকরা ৫০ ভাগ ছাড়, গুডনাইট অ্যাডভান্স অ্যাকটিভ ৪৫ মিলিলিটার পণ্যে ২ রিফিল প্যাকে ৬০ টাকা সাশ্রয়, ভেসলিন মসকিউটো ডিফেন্স লোশন ৫০ বা ১০০ মিলিলিটার পণ্যে ১০-২০ টাকা সাশ্রয় এবং ঈগল পাওয়ার মেগা কয়েল দুটি কিনলে থাকছে একটি ফ্রি।
নিকটস্থ স্বপ্ন আউটলেটে অফারগুলো চলবে স্টক থাকা পর্যন্ত।