হোম > অর্থনীতি > করপোরেট

সুজুকি গ্র্যান্ড ভিটারা গাড়ির বাজারজাত শুরু

দেশের বাজারে সুজুকি গ্র্যান্ড ভিটারা মডেলের স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) এনেছে উত্তরা মোটরস। ঢাকার তেজগাঁওয়ে উত্তরা সেন্টারের সুজুকি শোরুমে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গাড়িটির বাজারজাত শুরু হয়। উত্তরা মোটরস লিমিটেড বাংলাদেশে সুজুকি গাড়ির একমাত্র পরিবেশক।

উত্তরা গ্রুপ অব কোম্পানিজের হেড অব বিজনেস প্লানিং নাঈমুর রহমান এবং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান সুজুকি গ্র্যান্ড ভিটারা গাড়ির উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন করপোরেট হাউস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, সুজুকি গাড়ির মালিক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

গ্র্যান্ড ভিটারা গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে মতিউর রহমান বলেন, ‘বাংলাদেশে প্রশস্ত এবং বিলাসবহুল এসইউভি গাড়ির চাহিদা যথেষ্ট বেড়েছে। তিনি আনন্দের সঙ্গে উন্নত গ্র্যান্ড ভিটারা গাড়িটিকে নিয়ে গর্ব করেন এবং বলেন যে এর ব্যতিক্রম বৈশিষ্ঠ্যসমূহ আমাদের গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম। এর চিত্তাকর্ষক পাওয়ার ট্রেন, গতিশীল এবং আক্রমণাত্মক বাহ্যিক নকশা ও অত্যাধুনিক অভ্যন্তরীণ এবং প্রযুক্তিগতভাবে অনেক উন্নত, এমন একটা গাড়ি বাংলাদেশের ক্রেতাদের নিকট উপস্থাপন করতে পেরে সত্যিই আমি আনন্দিত।’

উন্নত সুজুকি গ্র্যান্ড ভিটারা গাড়িটি স্মার্ট হাইব্রিড প্রযুক্তির ও সুজুকি কে সিরিজ ১ হাজার ৫০০ সিসির ইঞ্জিনে সজ্জিত। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে প্যানারমিক সানরুফ, প্যাডল শিফ্টারসহ ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, স্টিয়ারিং মাউন্ট নিয়ন্ত্রিত (অডিও, ব্লুটুথ এবং ক্রুজ কন্ট্রোল), অটো এসি, অ্যাপল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সামঞ্জস্যসহ ৯ ইঞ্চি স্মার্ট প্লে প্রো প্লাস টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা, রিয়ার এসি ভেন্ট,৬টি এয়ার ব্যাগসহ বিভিন্ন বৈশিষ্ট্য। বিস্তারিত ভাবে জানতে ওয়েবসাইটটি ভিজিট করুন।

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’