বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ আয়োজন করেছে।
মহাখালী রাওয়ার বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ফ্রি হার্ট ক্যাম্প চলেছে। এতে বিনা মূল্যে রোগীদের বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেন ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের চিফ কার্ডিওভাসকুলার থোরাসিক স্পেশালিস্ট সার্জন প্রফেসর ডা. নাসির উদ্দিন আহমেদ, চিফ অব ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি অধ্যাপক ডা. খন্দকার কামরুল ইসলাম, সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক (ডা.) অমল কুমার চৌধুরী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সানিয়া হক, মেডিসিন বিশেষজ্ঞ ও ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. এম এ হাসনাত, কার্ডিওভাসকুলার সার্জন ডা. রোমেনা রহমান, হৃদ্রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা. রেজওয়ানা সিদ্দিক, পেডিয়াট্রিক ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. রেজওয়ানা রিমা এবং ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা. আব্দুল জাব্বার জীবন।
একই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডে ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য অনুরূপ ‘ফ্রি হার্ট ক্যাম্প’ চলেছে, যেখানে বিনা মূল্যে রোগীদের বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. নাজমুল হক (হৃদ্রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ)।