স্বনামধন্য ব্রান্ড পার্ক এভিনিউ ও কামাসূত্রের একমাত্র জাতীয় পরিবেশক হিসেবে গোদরেজ হাউস হোল্ড প্রোডাক্ট বিডি প্রা. লিমিটেডের সঙ্গে ইউনিয়ন বিডি কনজ্যুমার লিমিটেডের চুক্তি সই হয়েছে। সম্প্রতি গোদরেজের বাংলাদেশ অফিসে এই চুক্তি সই হয়।
এখন থেকে ইউনিয়ন বিডি কনজ্যুমার লিমিটেড পার্ক এভিনিউ ও কামাসূত্র ব্রান্ডের একমাত্র পরিবেশক (বাংলাদেশ) হিসেবে সব কার্যক্রম পরিচালনা করবে।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিডি কনজ্যুমার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. জাফর ইমাম ও গোদরেজ হাউস হোল্ড প্রোডাক্ট বিডি প্রা. লিমিটেডের পক্ষে চিফ ফিন্যান্সিয়াল অফিসার সন্দীপ হালদার।