হোম > অর্থনীতি > করপোরেট

সরকারি মালিকানাধীন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে কর্মশালা

সরকারের মালিকানাধীন কোম্পানিগুলোকে পুঁজিবাজারের তালিকাভুক্ত করা নিয়ে বিআইসিএমের মাল্টিপারপাস হলে একটি কর্মশালা হয়েছে। গত বৃহস্পতিবার ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অন্যতম সাবসিডিয়ারি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) ব্যবস্থাপনায় এই কর্মশালা হয়। 

কর্মশালায় অতিথি হিসেবে অংশ নেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. কিসমাতুল আহসান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল, যুগ্ম সচিব নাহিদ হোসেন, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ও আইসিএমএলের চেয়ারম্যান মো. আবুল হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাঈদ কুতুব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জাহিদ হোসেন। সভাপতিত্বে ছিলেন আইসিএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন। 

এ ছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব পদ মর্যাদার কর্মকর্তারা, আইসিবির মহাব্যবস্থাপকেরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), আইডিআরএ, ডিএসই, সিএসই, বিপিসির কর্মকর্তারাসহ ১৫টি সরকার মালিকানাধীন কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন। আইসিএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন আইসিবির মহাব্যবস্থাপক পদমর্যাদার কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। আইসিএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন সরকার মালিকানাধীন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রয়োজনীয়তা, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মূল প্রতিবেদন উপস্থাপন করেন। সরকারি কোম্পানিসমূহের প্রতিনিধিরা তালিকাভুক্তির বিষয়ে তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। বিএসইসি, স্টক এক্সচেঞ্জগুলো, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি ও অতিথিরা সরকার মালিকানাধীন এসব কোম্পানির পুঁজিবাজারে দ্রুত সময়ে তালিকাভুক্তি করতে দিকনির্দেশনামূলক মতামত দেন।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত