পর্যটন নগরী কক্সবাজারে আয়োজিত সারা দেশ থেকে আগত সুপার বোর্ডের সকল পরিবেশক ও তাদের পরিবারের উপস্থিতিতে এই অফার ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সুপার বোর্ডের পূর্ববর্তী অফার গেইন. গ্রো. গ্রো এর বিজয়ী পরিবেশকদের মাঝে রেওয়াজ হস্তান্তর করা হয় এবং এরই সঙ্গে নতুন অফার সেইফ এন্ড সেইভ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি. কে গ্রুপের পরিচালক মার্কেটিং মোহাম্মদ মোফাচ্ছেল হক। সভাপতিত্ব করেন সুপার বোর্ডের হেড অব বিজনেস জনাব মো. নুরুন নবী। আরও উপস্থিত ছিলেন টি. কে গ্রুপের অ্যাডভাইজার মাহফুজুর রহমান, চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (সি. এ. ও) আলমাস রাইসুল গনিসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।