হোম > অর্থনীতি > করপোরেট

ডিজিটাল প্ল্যাটফর্মে ঋণ দিতে ওকাস চালু করল লঙ্কাবাংলা ফাইন্যান্স

লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড দেশের সিএমএসএমই গ্রাহকদের মাঝে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লোন প্রদানের লক্ষ্যে অনলাইন ক্রেডিট অ্যাপ্রুভাল সিস্টেম (ওকাস) চালু করেছে। গত ১ আগস্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খাজা শাহরিয়ার সফটওয়্যারটি চালু করার মাধ্যমে এর কার্যক্রম সূচনা করেন।

এ ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লঙ্কাবাংলা ফাইন্যান্সের জনাব এ.কে.এম. কামরুজ্জামান, এফসিএমএ, অপারেশনস বিভাগ প্রধান; জনাব মোহাম্মদ কামরুজ্জামান খান, সিএমএসএমই বিভাগ প্রধান; জনাব শেখ মোহাম্মদ ফুয়াদ,আইসিটি বিভাগ প্রধান এবং জনাব মোহাম্মদ নাজমুল হাসান টিপু, সিএফএ, চিফ ক্রেডিট অফিসারসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

লঙ্কাবাংলা ফাইন্যান্সের আইসিটি ডিভিশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে তৈরি করা এই সিএমএসএমই ক্রেডিট অ্যাপ্রুভাল সিস্টেমের সহায়তায় দেশের সিএমএসএমই উদ্যোক্তাগণ ব্যবসা উদ্ভাবন,পরিচালনা ও সম্প্রসারণের জন্য অনলাইনে লোন আবেদন খুব সহজেই করতে পারবে এবং আবেদন থেকে শুরু করে লোন প্রক্রিয়াকরণের সম্পূর্ণ মাধ্যমটি পরিচালিত হবে উল্লেখিত অনলাইন সিস্টেমের সাহায্যে।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে লোন প্রক্রিয়াকরণ সংক্রান্ত প্রতিটি ধাপ ও কার্যক্রম কোনো প্রকার জটিলতা ছাড়াই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সুশৃঙ্খলভাবে রক্ষণাবেক্ষণ, পরিচালনা ও লোন প্রদানের কার্যক্রম দ্রুততার সঙ্গে নিষ্পত্তিকরণ সম্ভব হবে। 

উল্লেখ্য যে, লঙ্কাবাংলা ফাইন্যান্স প্রাথমিক পর্যায়ে সিএমএসএমই ওকাসের সাহায্যে জামানতবিহীন লোন সেবা প্রদানের কার্যক্রমটি পরিচালনা করবে।

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা