হোম > অর্থনীতি > করপোরেট

চট্টগ্রামের ২১০০ পরিচ্ছন্নতা কর্মীকে আর্থিক সহায়তা ইউনিলিভার বাংলাদেশের

চট্টগ্রামের ৪১ ওয়ার্ডের ২ হাজার ১০০ বেশি পরিচ্ছন্নতা কর্মীর আর্থিক অস্থিতিশীলতা কমাতে ও জীবিকা অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে একটি জরুরি মানবিক উদ্যোগ নিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। চলমান পরিস্থিতির কারণে পরিচ্ছন্নতাকর্মী দায়িত্ব পালন করতে না পারায় আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাঁদেরকে তাৎক্ষণিক সহায়তার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়নে ইউবিএল উন্নয়ন সহযোগী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা বাড়িয়ে দিয়েছে। এই সংগঠন চট্টগ্রামে ইউনিলিভারের উদ্যোগ বাস্তবায়ন করছে। 

 ২০২২ সাল থেকে ইউবিএল দেশের বৃহত্তম পৌরসভা-ভিত্তিক প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিচালনা করছে। বর্তমানে, ইউনিলিভারের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ উদ্যোগের সঙ্গে জড়িত রয়েছে ২ হাজার ১০০ পরিচ্ছন্নতা কর্মী এবং তাঁদের জীবিকার প্রবৃদ্ধি চট্টগ্রামের এই প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এ জন্য সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানটি গত ১ আগস্ট থেকে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সহায়তা দেওয়া করা শুরু করে। বাড়তি সহায়তা ছাড়াও, এই কঠিন সময়ে তাঁদের আয় টিকিয়ে রাখতে প্রকল্পের মাধ্যমে সীমিত আকারে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। 

বাংলাদেশে ছয় দশকেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে ইউবিএল। প্রতিষ্ঠানটির ব্যবসার বিভিন্ন দিক, যেমন-নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, উৎপাদনশীলতা এবং গুণমানের ক্ষেত্রে, ইউবিএল একটি ব্যতিক্রমী মানদণ্ড স্থাপন করেছে। বাংলাদেশের জন্য একটি ক্ষমতায়ন এবং পরিবেশগতভাবে দায়িত্বশীল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কার্যকর সহায়তা উদ্যোগ চালিয়ে যাবে।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত