হোম > অর্থনীতি > করপোরেট

উত্তরা মোটরসের ‘ন্যাশনাল মাস্টার ম্যাক স্কিল কনটেস্ট বাংলাদেশ ২০২২’ অনুষ্ঠিত

উত্তরা মোটরস লিমিটেড তাদের অনুমোদিত সম্মানিত সকল বাজাজ মোটরসাইকেল ডিলারদের প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ টেকনিশিয়ানদের নিয়ে দেশব্যাপী ‘ন্যাশনাল মাস্টার ম্যাক স্কিল কনটেস্ট বাংলাদেশ ২০২২’ এর আয়োজন করে। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

ওই কেটেছে সারা দেশ থেকে ২৮৬ জন দক্ষ টেকনিশিয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে ১২০ জন প্রতিযোগীকে বাছাই করা হয় এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ১৬ জন টেকনিশিয়ান জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়।

সম্প্রতি উত্তরা মোটরস লিমিটেডের সার্ভিস সেন্টার তেজগাঁওয়ে জাতীয় প্রতিযোগিতায় উত্তীর্ণ ১৬ জন প্রতিযোগী লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ গ্রহণ করেন। ওই ১৬ জন প্রতিযোগীদের মধ্য থেকে উত্তরা মোটরস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান ৩ জন প্রতিযোগীকে যথাক্রমে চ্যাম্পিয়ন, রানারআপ এবং ২য় রানারআপ ঘোষণা করেন। বিজয়ী ৩ জন পরবর্তী সময়ে ভারতের বাজাজের গ্লোবাল কনটেস্টে অংশগ্রহণ ও কারখানা পরিদর্শনের সুযোগ পাবেন।

মতিউর রহমান বলেন, ‘প্রত্যেক টেকনিশিয়ানকে বিক্রয়োত্তর সেবা প্রদানে আন্তরিক ও সচেষ্ট থাকতে হবে এবং ক্রেতাদের সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে সন্তুষ্ট করতে হবে।’ তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে বিজয়ীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও অন্যান্য আকর্ষণীয় পুরস্কার প্রদান করেন। এ সময় উত্তরা মোটরস লিমিটেডের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার মাশফিকুর রহমানসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিলারেরা এবং উত্তরা মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন