ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অফ ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি করা হয়েছে। গতকাল রোববার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এই কর্মসূচি করা হয়।
গতকাল দুপুরে সচেতনতামূলক র্যালি আইইউবির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আইইউবির বেশ কয়েকজন শিক্ষার্থী ও কর্মকর্তা বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য সংবলিত প্ল্যাকার্ড এবং ফেস্টুন হাতে এই র্যালিতে অংশ নেন।
আইইউবির উপাচার্য তানভীর হাসান, সহ-উপাচার্য নিয়াজ আহমদ খান, কোষাধ্যক্ষ খন্দকার মো. ইফতেখার হায়দার এবং স্কুল অফ ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন জে এম এ হান্নান কর্মসূচিতে যোগ দেন।
এ ছাড়া আইইউবির উদ্যোগে ঝোপঝাড়, ড্রেন এবং খানাখন্দে জমে থাকা পানিতে মশা মারার ওষুধ ছিটানো হয়। বসুন্ধরা এলাকার পথচারী ও বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে আইইউবির শিক্ষার্থীরা।