হোম > অর্থনীতি > করপোরেট

স্টেপ ফুটওয়্যারের ‘টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ প্রদান

বিজ্ঞপ্তি

স্টেপ ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিজ কোম্পানি লিমিটেড তাদের সাম্প্রতিক রিলস ক্যাম্পেইনের অভাবনীয় সাফল্য উদ্‌যাপন করেছে। দেশ-বিদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়াজাগানো এই ক্যাম্পেইনের সফলতা উপলক্ষে কোম্পানি তাদের প্রধান কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চারজন শীর্ষস্থানীয় টিকটক কনটেন্ট ক্রিয়েটরকে ‘স্টেপ ক্রিয়েটর অ্যাওয়ার্ড (টিকটক)’ দেয়। এই ক্রিয়েটররা স্টেপ-এর ব্র্যান্ড ভিশন এবং ক্যাম্পেইনের মূল বার্তা সৃজনশীল উপায়ে সামাজিক মাধ্যমে তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এ বছরের শুরু থেকে দেশের শীর্ষস্থানীয় ও উদীয়মান কনটেন্ট ক্রিয়েটররা স্টেপ ফুটওয়্যারের বিভিন্ন পণ্যের ওপর ভিত্তি করে একাধিক আকর্ষণীয় রিলস ভিডিও তৈরি করেন। এই ভিডিওগুলো টিকটকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে লক্ষাধিক দর্শক দেখেছেন এবং কয়েক মিলিয়ন ভিউ নিয়ে ভাইরাল হয়েছে। নতুন প্রজন্মের রুচি ও ডিজিটাল অভ্যাস মাথায় রেখে পরিচালিত এই ক্যাম্পেইন অনলাইন প্ল্যাটফর্মে অভূতপূর্ব সাড়া ফেলে এবং ব্র্যান্ডটি নিয়ে ব্যাপক ইতিবাচক আলোচনা তৈরি করেছে। এই ডিজিটাল ক্যাম্পেইনের সৃজনশীল উপস্থাপন ও কনটেন্ট ভ্যালু প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং ও মার্কেটিং কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে, যা ভবিষ্যতের প্রচার কৌশলেও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করছে।

অনুষ্ঠানে চারজন শীর্ষস্থানীয় টিকটক কনটেন্ট ক্রিয়েটরকে ‘স্টেপ ক্রিয়েটর অ্যাওয়ার্ড (টিকটক)’ দেওয়া হয়। এই ক্রিয়েটররা হলেন মিরাজ আহমেদ, মো. নাঈম, আবু হাসেম ও ফকরুল ইসলাম। পুরস্কার হিসেবে তাঁদের আর্থিক সম্মাননা, স্টেপ-এর নিজস্ব ডিজাইনের সিলভার বাটন ক্রেস্ট এবং আকর্ষণীয় উপহারসামগ্রী দেওয়া হয়। এই সম্মাননা শুধু তাঁদের অনন্য ডিজিটাল অবদানকে স্বীকৃতি জানানোর জন্য নয়, বরং ভবিষ্যতে দেশীয় ব্র্যান্ড এবং তরুণ কনটেন্ট নির্মাতাদের মধ্যে একটি সৃজনশীল বন্ধন তৈরির প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম শামীম, মহাব্যবস্থাপক ওয়াহিদুর রহমান এবং প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

অনুষ্ঠানে শামীম কবির বলেন, ‘বর্তমান প্রজন্মের সঙ্গে যুক্ত হতে এবং নতুন বাজার তৈরি করতে ডিজিটাল কনটেন্ট একটি অত্যন্ত কার্যকর মাধ্যম। আমাদের টিকটক ক্যাম্পেইন এ ক্ষেত্রে একটি সফল উদাহরণ। আমরা প্রত্যেক কনটেন্ট ক্রিয়েটরের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি, নতুন প্রজন্মের সঙ্গে যোগাযোগ তৈরি করতে হলে তাদের ভাষাতেই কথা বলতে হবে। ডিজিটাল ক্রিয়েটরদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী ভাবনা স্টেপ-এর পণ্যের বার্তা মানুষের কাছে আরও আকর্ষণীয়ভাবে পৌঁছে দিয়েছে। আজকের এই সম্মাননা কেবল একটি পুরস্কার নয়, এটি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটি প্রতীক—যারা নিজেদের প্রতিভা দিয়ে আমাদের ব্র্যান্ডকে নতুন মাত্রা দিয়েছেন। ভবিষ্যতে আমরা এই ধারাকে আরও বিস্তৃত করতে চাই, যাতে দেশীয় ব্র্যান্ড এবং তরুণ প্রতিভারা একসঙ্গে এগিয়ে যেতে পারে।’

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পার্ক অ্যাভিনিউর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

বীকন ফার্মার কর্ণধার এবাদুল করিমের মৃত্যু