কর্মকর্তাদের জন্য ব্যবসা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে সিটিজেন্স ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাসুম প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় ব্যাংকের বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকেরা অংশ নেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন স্কুল অব প্রফেশনালস অ্যান্ড স্কুল অব নলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রশিক্ষক মো. আকবর হাসান। তিনি গ্রাহক সেবা ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণের ক্ষেত্রে সুপরিচিত।