‘সুখী সমৃদ্ধ সোনার বাংলা’ গড়ার প্রত্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে সততা, উদ্ভাবন, পেশাগত জ্ঞান ও দক্ষতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি স্বরূপ জাতীয় শুদ্ধাচার পুরস্কার দিয়েছে বিএসএফআইসি।
আজ বৃহস্পতিবার চিনিশিল্প ভবনের বোর্ড রুমে বিএসএফআইসির চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু প্রধান অতিথি হিসাবে সংস্থার পুরস্কার দেন।
বিএসএফআইসি এবং এর আওতাধীন মিল/প্রতিষ্ঠান থেকে ৪টি ক্যাটাগরিতে ৩ জন র্কমর্কতা ও ১ জন র্কমচারীকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও চেক প্রদান করেন।
জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ পেলেন মো. মোশারফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, কেরু এ্যান্ড কোম্পানী (বিডি) লিমিটেড, দর্শনা, চুয়াডাঙ্গা; শাহরীনা তানাজ, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন), বিএসএফআইসি, সদর দপ্তর, ঢাকা; মো. নূর ইসলাম, জুনিয়র অফিসার (ক্রয়), বিএসএফআইসি, সদর দপ্তর, ঢাকা কাজী মোশারফ হোসেন, এমএলএসএস, পরিচালক (অর্থ) শাখা, বিএসএফআইসি, সদর দপ্তর, ঢাকা।