বিভিন্ন অভিযোগে চারটি ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। প্রতিষ্ঠানগুলো হলো-ই-অরেঞ্জ ডট শপ, টোয়েন্টিফোর টিকেটিং ডট কম, গ্রীণ বাংলা ই-কমার্স লিমিটেড এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড এন্ড কনজ্যুমার লিমিটেড।
আজ রোববার এই প্রতিষ্ঠানগুলোর ঠিকানায় স্থগিতাদেশের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ই-ক্যাবের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম শোভন।
আজকের পত্রিকাকে তিনি বলেন, এই প্রতিষ্ঠানগুলোর বিষয়ে অভিযোগ তদন্তের পর তাদের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানকেই কারণ দর্শাবার এবং তথ্য দেওয়ার সময় দেওয়া হয়েছিল। সময় পেরিয়ে যাওয়ার পরও যারা যৌক্তিক উত্তর দিতে পারেনি তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে।
জানা গেছে, প্রতারণা, সময় মতো পণ্য ডেলিভারি না দেওয়া এবং মালিকানা পরিবর্তন সংক্রান্ত পূর্ণ তথ্য না দেওয়ায় ই-অরেঞ্জের সদস্যপদ স্থগিত করা হয়েছে। টোয়েন্টিফোর টিকেটিং ডট কমের সদস্যপদ স্থগিতের কারণ অর্থ আত্মসাৎ। আর গ্রীণ বাংলা ই-কমার্স লিমিটেড এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কনজ্যুমার লিমিটেডের বিরুদ্ধে বহুস্তর বিপণন বা এমএলএম ব্যবসায় জড়িত থাকার প্রমাণ পেয়েছে ই-ক্যাব। এজন্য তাদের সদস্যপদ স্থগিত হয়েছে।
এই চারটি প্রতিষ্ঠান ছাড়াও ই-ক্যাব আরও ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগ তদন্ত করছে। এর মধ্যে ইভ্যালিও রয়েছে। তবে তাদের বিরুদ্ধে এখনই কোনো স্থগিতাদেশ আসছে না বলে ই-ক্যাব সূত্রে জানা গেছে।