বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে প্রতিবন্ধী ও এতিমদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএসটিআইয়ের মহাপরিচালক মো. আবদুস সাত্তারের নেতৃত্বে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়া আজ বিএসটিআই প্রাঙ্গণে তিনতলা বিশিষ্ট মসজিদের নির্মাণকাজের উদ্বোধন এবং পিএইচপি কোরআনের আলোর সেরা পাঁচজন হাফেজকে বিশেষ সম্মাননা এবং ক্রেস্ট দেওয়া হয়। এ সময় বিএসটিআইয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।