হোম > অর্থনীতি > করপোরেট

স্যামসাংয়ের বিবাহ উৎসব অফার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নবদম্পতিদের কথা মাথায় রেখে বিবাহ উৎসব নামে অফার এনেছে ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং। এ অফারে বছর শেষে শীতের আগমনী বার্তার সঙ্গে শুরু হওয়া বিয়ের মৌসুমে নতুন জীবন শুরু করতে যাওয়া নবদম্পতিদের জন্য থাকবে টেলিভিশন, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন ক্রয়ে আকর্ষণীয় মূল্যের ৪টি দুর্দান্ত প্যাকেজ। অফারটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর।' জীবনের নতুন পথে যাত্রা শুরু হোক স্যামসাং-এর সাথে'–প্রতিপাদ্যকে সামনে নিয়ে শুরু হওয়া অফারে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ৪টি প্যাকেজ রয়েছে। 

প্ল্যাটিনাম প্যাকেজে রয়েছে ৫৫ ইঞ্চি ফোরকে ইউএইচডি টেলিভিশন, ৪৬৫ লিটার নো ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৯ কেজি ফ্রন্ট লোডিং স্টিম ওয়াশ ওয়াশিং মেশিন। যার মূল্য ২ লাখ ২৪ হাজার টাকা। 

ডায়মন্ড প্যাকেজে রয়েছে ৪৩ ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভি, ৩২১ লিটার নো ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৮ কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন। যার মূল্য ১ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা। 

গোল্ড প্যাকেজে রয়েছে ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি, ২৭৫ লিটার নো ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৭ কেজি ইনভার্টার ওয়াশিং মেশিন। যার মূল্য ৯৯ হাজার ৯০০ টাকা। 

সিলভার প্যাকেজে রয়েছে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, ২১৮ লিটার ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৭ কেজি ওয়াশিং মেশিন। যা মূল্য ৭৯ হাজার ৯০০ টাকা। 

ক্রেতারা বিনামূল্যে আকর্ষণীয় গিফট ও কোন ইন্টারেস্ট ছাড়াই ইএমআই সুবিধা উপভোগ গ্রহণ করতে পারবেন। 

বিনামূল্যে উপহার পেতে ক্রেতাদের অনুমোদিত ডিলার, ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড, ট্রান্সকম ইলেকট্রনিকস, ইলেকট্রো ইন্টারন্যাশনাল ও র‍্যাংগস ইন্ডাস্ট্রিজের কাছ থেকে পণ্য ক্রয় করতে হবে।

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’