হোম > অর্থনীতি > করপোরেট

স্যামসাংয়ের বিবাহ উৎসব অফার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নবদম্পতিদের কথা মাথায় রেখে বিবাহ উৎসব নামে অফার এনেছে ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং। এ অফারে বছর শেষে শীতের আগমনী বার্তার সঙ্গে শুরু হওয়া বিয়ের মৌসুমে নতুন জীবন শুরু করতে যাওয়া নবদম্পতিদের জন্য থাকবে টেলিভিশন, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন ক্রয়ে আকর্ষণীয় মূল্যের ৪টি দুর্দান্ত প্যাকেজ। অফারটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর।' জীবনের নতুন পথে যাত্রা শুরু হোক স্যামসাং-এর সাথে'–প্রতিপাদ্যকে সামনে নিয়ে শুরু হওয়া অফারে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ৪টি প্যাকেজ রয়েছে। 

প্ল্যাটিনাম প্যাকেজে রয়েছে ৫৫ ইঞ্চি ফোরকে ইউএইচডি টেলিভিশন, ৪৬৫ লিটার নো ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৯ কেজি ফ্রন্ট লোডিং স্টিম ওয়াশ ওয়াশিং মেশিন। যার মূল্য ২ লাখ ২৪ হাজার টাকা। 

ডায়মন্ড প্যাকেজে রয়েছে ৪৩ ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভি, ৩২১ লিটার নো ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৮ কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন। যার মূল্য ১ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা। 

গোল্ড প্যাকেজে রয়েছে ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি, ২৭৫ লিটার নো ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৭ কেজি ইনভার্টার ওয়াশিং মেশিন। যার মূল্য ৯৯ হাজার ৯০০ টাকা। 

সিলভার প্যাকেজে রয়েছে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, ২১৮ লিটার ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ৭ কেজি ওয়াশিং মেশিন। যা মূল্য ৭৯ হাজার ৯০০ টাকা। 

ক্রেতারা বিনামূল্যে আকর্ষণীয় গিফট ও কোন ইন্টারেস্ট ছাড়াই ইএমআই সুবিধা উপভোগ গ্রহণ করতে পারবেন। 

বিনামূল্যে উপহার পেতে ক্রেতাদের অনুমোদিত ডিলার, ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড, ট্রান্সকম ইলেকট্রনিকস, ইলেকট্রো ইন্টারন্যাশনাল ও র‍্যাংগস ইন্ডাস্ট্রিজের কাছ থেকে পণ্য ক্রয় করতে হবে।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ