হোম > অর্থনীতি > করপোরেট

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইস্ট ওয়েস্ট মেডিকেলের স্বাস্থ্যসেবা চুক্তি

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উভয় পক্ষের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। 

ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষে হসপিটালের প্রশাসনিক পরিচালক তাসনিম আলীম আকেমি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীরা সব ধরনের চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা ও ছাড় পাবেন। সেই সঙ্গে উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণসংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও প্রাধান্য পাবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন, ব্যবস্থাপনা পরিচালক উলফাত জাহান মুন, আপডেট ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের অধ্যক্ষ অধ্যাপক ড. এসএম আব্দুল কাদের, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডিরেক্টর হসপিটাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. আবদুল্লাহ আল জোবায়ের, অ্যাডমিন অ্যান্ড প্রোকিউরমেন্টের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাসুদ হোসেন, সহকারী পরিচালক সানজানা বিনতে শাকুর প্রমুখ। 

ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. নুরুল আশরাফ, জনসংযোগ পরিচালক ও অ্যাডমিশন ইনচার্জ সাজেদ ফাতেমী, ক্রিয়েটিভ সেকশনের ডেপুটি ডিরেক্টর অতিকুজ্জামান লিমন, সহকারী রেজিস্ট্রার ফারহানা ইসলাম এবং ক্যারিয়ার সার্ভিস অ্যান্ড ইন্টারন্যাশনাল অফিস ও স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের সহকারী পরিচালক ফরহাদ হোসেন। 

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত