কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড জা এন জি নিয়ে এল নতুন সিঙ্গল ফানডে আইসক্রিম। ভ্যানিলা উইথ ক্যারামেল রিপল এবং ভ্যানিলা উইথ চকলেট রিপল স্বাদে ১০০ মিলিলিটার আকর্ষণীয় কাপে পাওয়া যাচ্ছে এই আইসক্রিম।
গত ৩১ অক্টোবর রাজধানী ঢাকায় কাজী ফুড ইন্ডাস্ট্রিজের লিমিটেডের প্রধান কার্যালয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জা এন জি সিঙ্গল ফানডে আইসক্রিম লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজের লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী, হেড অব সেলস সৈয়দ মহিদুল হোসেন, হেড অব মার্কেটিং রাজীব সাহা, এজিএম (প্রোডাক্ট ডেভেলপমেন্ট)-এবিএম শোয়েব এবং বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।