হোম > অর্থনীতি > করপোরেট

জারা জামান টেকনোলজির কর্মীদের ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

বিজ্ঞপ্তি

জারা জামান টেকনোলজি লিমিটেডের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি অনুষ্ঠিত। ছবি: বিজ্ঞপ্তি

জারা জামান টেকনোলজি লিমিটেডকে এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। জারা জামান টেকনোলজি লিমিটেড হলো বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি এবং জিআরজি ব্র্যান্ডের এটিএম ও অ্যান্ড্রয়েড পিওএস টার্মিনালের বৃহত্তম সরবরাহকারী প্রতিষ্ঠান।

এই চুক্তির আওতায় জারা জামান টেকনোলজির কর্মীরা ব্র্যাক ব্যাংকের ঝামেলাহীন ও স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন, যেখানে রয়েছে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টিকারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন-সুবিধা, ডিপিএস, এফডি সেবাসহ ব্র্যাক ব্যাংক এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের আকর্ষণীয় ও উপভোগ্য সব সুবিধা।

ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম ও জারা জামান টেকনোলজির চেয়ারম্যান মৃধা মো. আরিফুজ্জামান।

এ সময় জারা জামানের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অনুপ কুমার অধিকারী, হেড অব সার্ভিস ম্যানেজমেন্ট সোহেল আহমেদ ও টিমের অন্য কর্মকর্তারা।

অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব এমপ্লয়ি ব্যাংকিং একে এম শাহাদুল ইসলাম, হেড অব ন্যাশনাল সেলস জসিম উদ্দিন চৌধুরী, হেড অব রিটেইল সেলস ইউনিট-৬ এ কে এম ফজলুল হক ও টিমের অন্য সদস্যরা।

চুক্তিটি করপোরেট প্রতিষ্ঠানকে উদ্ভাবনী ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে তাদের ব্যাংকিং অভিজ্ঞতা উন্নত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ