হোম > অর্থনীতি > করপোরেট

আকিজ-মনোয়ারা ট্রাস্টের শিক্ষাবৃত্তি বিতরণ

আকিজ-মনোয়ারা ট্রাস্টের শিক্ষাবৃত্তি বিতরণ। ছবি: সংগৃহীত

আকিজ-মনোয়ারা ট্রাস্টের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ১৬২ জন নিয়মিত শিক্ষার্থীকে মাসিক ৫ হাজার টাকা করে এক বছরের জন্য শিক্ষাবৃত্তি দেওয়ার মনোনীত করা হয়েছে। এ উপলক্ষে ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, আকিজ-মনোয়ারা ট্রাস্টের ট্রাস্টি মনোয়ারা বেগম, নির্বাহী পরিচালক সাজমিন সুলতানা এবং বিভিন্ন কর্মকর্তা।

আকিজ-মনোয়ারা ট্রাস্ট দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষণ শিক্ষা, দুর্যোগকালীন সহায়তা এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শিক্ষাবৃত্তি কর্মসূচি সেই চলমান কার্যক্রমের একটি অংশ।

আকিজ-মনোয়ারা ট্রাস্টের ট্রাস্টি মনোয়ারা বেগম বলেন, ‘আমাদের এই শিক্ষাবৃত্তি কর্মসূচি ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষাবৃত্তি দেওয়ার কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।’

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ