হোম > অর্থনীতি > করপোরেট

আকিজ-মনোয়ারা ট্রাস্টের শিক্ষাবৃত্তি বিতরণ

আকিজ-মনোয়ারা ট্রাস্টের শিক্ষাবৃত্তি বিতরণ। ছবি: সংগৃহীত

আকিজ-মনোয়ারা ট্রাস্টের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ১৬২ জন নিয়মিত শিক্ষার্থীকে মাসিক ৫ হাজার টাকা করে এক বছরের জন্য শিক্ষাবৃত্তি দেওয়ার মনোনীত করা হয়েছে। এ উপলক্ষে ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, আকিজ-মনোয়ারা ট্রাস্টের ট্রাস্টি মনোয়ারা বেগম, নির্বাহী পরিচালক সাজমিন সুলতানা এবং বিভিন্ন কর্মকর্তা।

আকিজ-মনোয়ারা ট্রাস্ট দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষণ শিক্ষা, দুর্যোগকালীন সহায়তা এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শিক্ষাবৃত্তি কর্মসূচি সেই চলমান কার্যক্রমের একটি অংশ।

আকিজ-মনোয়ারা ট্রাস্টের ট্রাস্টি মনোয়ারা বেগম বলেন, ‘আমাদের এই শিক্ষাবৃত্তি কর্মসূচি ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষাবৃত্তি দেওয়ার কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।’

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পার্ক অ্যাভিনিউর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

বীকন ফার্মার কর্ণধার এবাদুল করিমের মৃত্যু