হোম > অর্থনীতি > করপোরেট

তুরস্কের বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ইস্তাম্বুলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট রোড শো অনুষ্ঠিত

বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ আকৃষ্ট করতে সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুল শহরে বাংলাদেশ ইনভেস্টমেন্ট রোড শো অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কনস্যুলেট, ইস্তাম্বুল যৌথভাবে এই ইনভেস্টমেন্ট রোড শোর আয়োজন করে। 

এফবিসিসিআইয়ের সহায়তায় দেশের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্সেস এবং কনজ্যুমার ইলেকট্রনিকস কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং তার প্যারেন্ট কোম্পানি তুরস্কের সর্ববৃহৎ কনজ্যুমার ডিউরেবল কোম্পানি, আর্চেলিক এই আয়োজনটি স্পনসর করেছে। উল্লেখ্য, আর্চেলিক গ্লোবাল ফরচুন ৫০০ কোম্পানির অন্তর্ভুক্ত কচ হোল্ডিং, তুরস্কের সহযোগী কোম্পানি। এর বিশ্বজুড়ে ১২টি ব্র্যান্ড, ২৮টি প্রোডাকশন ফ্যাসিলিটি, ৪৯টি দেশে ৭৪টি সহযোগী প্রতিষ্ঠান এবং ৩০টি আর অ্যান্ড ডি ডিজাইন সেন্টার রয়েছে। 

গত ২০ জুন অনুষ্ঠিত এই ইভেন্টে উল্লেখযোগ্যসংখ্যক তুরস্কের বিনিয়োগকারীর পাশাপাশি বিডা, তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কনস্যুলেট, এফবিসিসিআই, আর্চেলিক, তুরস্ক এবং সিঙ্গার বাংলাদেশের কর্মকর্তারা অংশ নেন। 

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান, এনডিসি; বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান (ভার্চুয়ালি অংশ নিয়েছেন), বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, এফবিসিসিআইর সভাপতি মো. জসীম উদ্দিন, কনসাল জেনারেল মোহাম্মেদ নূরে-আলম, আর্চেলিকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জেমিল জান ডিনচার, সিঙ্গার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এইচ এম ফাইরোজ এবং তুরস্ক-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হিদায়েত অনুর অজডেন।

অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের প্রধান নির্বাহী এম এইচ এম ফাইরোজ উল্লেখ করেন যে আর্চেলিক ও সিঙ্গার বাংলাদেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ার অংশীদার হতে পেরে আনন্দিত। 

বাংলাদেশ ইনভেস্টমেন্ট রোড শোতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সম্ভাব্য বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিনিধিদলের কাছে বাংলাদেশের বিনিয়োগের সার্বিক চিত্র তুলে ধরেন। তা ছাড়া বাংলাদেশ ও তুরস্কের চলমান ব্যবসায়িক পরিধি বৃদ্ধি করাও এই ইভেন্টের লক্ষ্য ছিল।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত, এফবিসিসিআই সভাপতি, তুরস্ক-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান এবং বাংলাদেশের কনসাল জেনারেল আলোচ্য অনুষ্ঠানে বক্তব্য দেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি এবং বিনিয়োগের সম্ভাব্য সুযোগ-সম্পর্কিত মূল নিবন্ধ উপস্থাপন করেন। তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ ও সংস্কার কর্মসূচির ওপর আলোকপাত করেন। 

বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীরা ইস্তাম্বুলে আর্চেলিকের সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্স ও আর অ্যান্ড ডি সেন্টারও পরিদর্শন করেন। তাঁরা আর্চেলিকের টেকসই ও পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’