অনিবার্য কারণবশত ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের চট্টগ্রাম বিভাগের বাছাই পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী তারিখ শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এই বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নতুন প্রজন্মকে শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগ সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্য নিয়ে ইস্পাহানি টি লিমিটেড ২০১৭ সালে থেকে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।