বন্যায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে বৃহত্তর কাশিনাথপুরের কৃতী সন্তান উইং কমান্ডার এস এম আব্দুর রাকিব ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির প্রতিনিধিদলের কাছ থেকে ত্রাণসামগ্রী গ্রহণ করেন।
ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এবারের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ত্রাণ ফান্ড থেকে প্রথম পর্যায়ে বাংলাদেশ বিমানবাহিনীর কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করে।