হোম > অর্থনীতি > করপোরেট

সোনালী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা

বিজ্ঞপ্তি

১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি। ছবি: সংগৃহীত

২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি। আগামী ১৫ মে পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় ব্যাংকটিকে বার্ষিক লক্ষ্যমাত্রার অন্তত ৪০ শতাংশ অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. শওকত আলী খান এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারীকে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

এ কর্মসূচির অধীনে রেমিট্যান্স আহরণ, আমানতের প্রবৃদ্ধি, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, গ্রিন ব্যাংকিং, খেলাপি ঋণ আদায় এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনকারীদের জন্য পুরস্কার ঘোষণার কথাও জানিয়েছেন ব্যাংকের এমডি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস। এতে ব্যাংকের অন্যান্য ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার, মাঠপর্যায়ের জিএম অফিস, প্রিন্সিপাল অফিস ও করপোরেট শাখার প্রধানেরা অংশ নেন।

ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এই বিশেষ কর্মসূচির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ ব্যাংকিং সূচকগুলোর লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

বিশিষ্ট শিল্পপতি মো. আবদুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শোক

যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খান

ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে যোগ হলো সম্পূর্ণ ভয়েস-চালিত সেবা

মেট্রোরেল ও অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক