হোম > অর্থনীতি > করপোরেট

সোনালী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা

বিজ্ঞপ্তি

১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি। ছবি: সংগৃহীত

২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি। আগামী ১৫ মে পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় ব্যাংকটিকে বার্ষিক লক্ষ্যমাত্রার অন্তত ৪০ শতাংশ অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. শওকত আলী খান এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারীকে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

এ কর্মসূচির অধীনে রেমিট্যান্স আহরণ, আমানতের প্রবৃদ্ধি, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, গ্রিন ব্যাংকিং, খেলাপি ঋণ আদায় এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনকারীদের জন্য পুরস্কার ঘোষণার কথাও জানিয়েছেন ব্যাংকের এমডি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস। এতে ব্যাংকের অন্যান্য ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার, মাঠপর্যায়ের জিএম অফিস, প্রিন্সিপাল অফিস ও করপোরেট শাখার প্রধানেরা অংশ নেন।

ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এই বিশেষ কর্মসূচির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ ব্যাংকিং সূচকগুলোর লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ