হোম > অর্থনীতি > করপোরেট

তরুণ উদ্যোক্তাদের সহযোগিতায় ইউবিএল-অরেঞ্জ কর্নারস বাংলাদেশের চুক্তি সই

তরুণ উদ্যোক্তাদের সহযোগিতার জন্য ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) সঙ্গে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মসূচি অরেঞ্জ কর্নারস বাংলাদেশ একটি চুক্তি সই করেছে। ইতিমধ্যে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যজুড়ে অরেঞ্জ কর্নারস ১৭টি সহযোগিতামূলক উদ্যোগের শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে। গত ফেব্রুয়ারির শুরুর দিকে এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ১৮ তম প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম শুরু করে অরেঞ্জ কর্নারস। 

বাংলাদেশে টেকসই ব্যবসা গড়ে তুলতে অরেঞ্জ কর্নারসের কর্মসূচিগুলো ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের দক্ষতার উন্নয়ন, অর্থায়ন এবং প্রয়োজনীয় উপকরণ প্রদানের মাধ্যমে সহযোগিতা করবে; বিশেষ করে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে যেসব ব্যবসা ভূমিকা রাখছে তারা এতে অগ্রাধিকার পাবে। এই কর্মসূচিতে সম্পৃক্ত সকল অংশীদাররা তাদের সম্মিলিত সক্ষমতায় সকল উদ্যোক্তার জন্য বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক একটি ইকোসিস্টেম তৈরিতে ভূমিকা রাখবে। স্থানীয় পর্যায়ের বাধাগুলো চিহ্নিত ও সমস্যা সমাধানে বাংলাদেশের তরুণদের উদ্বুদ্ধ করা এবং এই উদ্যোগের সকল পর্যায়ে লৈঙ্গিক সমতা নিশ্চিত করা বিষয়ে এই কর্মসূচির জোরালো গুরুত্ব রয়েছে। 

টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের প্রচেষ্টায় ইউনিলিভারের দীর্ঘমেয়াদি অঙ্গীকার রয়েছে। অরেঞ্জ কর্নারস বাংলাদেশের সঙ্গে এই অংশীদারত্ব আরও অধিক অন্তর্ভুক্তিমূলক ও নিরপেক্ষ ভবিষ্যৎ বিনির্মাণে ইউনিলিভারের বৈশ্বিক লক্ষ্যমাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত। বাংলাদেশে তরুণ উদ্যোক্তাদের সহযোগিতার মাধ্যমে ইউনিলিভার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান করাসহ বিভিন্ন সম্প্রদায়ের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলতে আশাবাদী। 

ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার বলেন, ‘বিগত কয়েক দশকে বাংলাদেশের অর্থনীতির আশ্চর্যজনক উত্থান ঘটেছে এবং অসংখ্য মেধাবী তরুণের সম্মিলনে এই অর্থনীতির অফুরান সম্ভাবনা রয়েছে। যদি সকল তরুণ তাদের দক্ষতার বিকাশ ও ব্যক্তিগত উন্নয়নে উপযুক্ত সুযোগ লাভ করে, তবে আমাদের কাঙ্ক্ষিত অগ্রযাত্রায় কোনো বাধা থাকবে না। উৎপাদনশীলতা বাড়ানো, বৈষম্য হ্রাস থেকে শুরু করে ব্যবসায়িক উদ্ভাবন এবং বিভিন্ন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে-তাদের ভাবনা ও প্রজ্ঞা সীমাহীন পরিবর্তন আনতে সক্ষম।’ 

সিইও জাভেদ আরও বলেন, ‘ইউনিলিভারের কম্পাস অগ্রাধিকার এবং তরুণদের দক্ষতা উন্নয়নে অঙ্গীকারের অংশ হিসেবে আমরা ১৫ থেকে ২৪ বছর বয়সী এক কোটি তরুণকে দক্ষতা অর্জনে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ; যা তাদের অর্থবহ কাজের সুযোগ খুঁজে পেতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।’ 

অরেঞ্জ কর্নারস বাংলাদেশ ২০২৩ সালের মে মাসে তাদের প্রথম হ্যাকাথন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশে অরেঞ্জ কর্নারসের কর্মসূচি সম্পর্কে আরও তথ্যের জন্য যোগাযোগ করুন orangecornersbangladesh@gmail. com-এ ঠিকানায়।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত