সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনায় অর্থায়নের জন্য এ বছরও শুরু হয়েছে এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ-২০২৩। এই প্রতিযোগিতার আয়োজন করেছে এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির বাংলাদেশ ব্রাঞ্চের গুলশান অফিসে এই প্রোগ্রামের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিকসের বাংলাদেশ ব্রাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক পিটার কো, হেড অব করপোরেট ব্র্যান্ডিং হাসান মাহমুদউলসহ অন্য কর্মকর্তারা।
সম্প্রতি এলজির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। প্রতিযোগিতার জন্য আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। যাচাই করে সেরা পরিকল্পনাগুলোতে অর্থায়ন করবে এলজি।