হোম > অর্থনীতি > করপোরেট

ড. দেবাশীষ পাল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (ভৌত বিজ্ঞান) নিযুক্ত

বিজ্ঞপ্তি

ড. দেবাশীষ পাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) সদস্য (ভৌত বিজ্ঞান) পদে চলতি দায়িত্বে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ড. দেবাশীষ পাল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক অফিস স্মারকের মাধ্যমে ১৭ জুন এই নিয়োগ দেওয়া হয়। এই পদে যোগদানের আগে তিনি পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

ড. দেবাশীষ পাল ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে বিএসসি (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এরপর ১৯৮৮ সালে এমএসসি (পদার্থবিজ্ঞান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান লাভ করেন। ১৯৯৯ সালে তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালের ২৩ জানুয়ারি তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ২০১২ সালের ১৩ মার্চ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি লাভ করেন।

কমিশনে যোগদানের পর থেকে ড. পাল গবেষণা, রেগুলেটরি কাজ, খাদ্য ও পরিবেশগত তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণ, বিকিরণ সুরক্ষা, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা, একাডেমিক, প্রশাসনিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে জড়িত ছিলেন। তিনি হেলথ ফিজিকস অ্যান্ড রেডিও অ্যাকটিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের বিভাগীয় প্রধান এবং ইনস্টিটিউট অব নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

ড. পাল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কর্তৃক আয়োজিত ফেলোশিপ, প্রশিক্ষণ, সম্মেলন ও মিটিংয়ে অংশ নিতে কানাডা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, চীন, জাপান, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেপাল, হাঙ্গেরি, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের (যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের এমএসসি গবেষণা প্রবন্ধ (থিসিস) তত্ত্বাবধান করেছেন।

ড. পাল ৬০টির বেশি গবেষণা প্রবন্ধ দেশীয় ও আন্তর্জাতিক জার্নাল, আইএইএ টেক ডক এবং আন্তর্জাতিক কনফারেন্সে প্রকাশিত হয়েছে। এ ছাড়া তিনি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণকাজের সঙ্গেও সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

ড. দেবাশীষ পাল ১৯৬৬ সালের ১ ডিসেম্বর কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ