হোম > অর্থনীতি > করপোরেট

জিপিএইচের সম্প্রসারিত প্ল্যান্টে নতুন ফার্নেস স্থাপনের উদ্যোগ

জিপিএইচ ইস্পাত লিমিটেডের শেয়ারহোল্ডারদের বিশেষ সাধারণ সভা আজ রোববার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির। 

সভার এজেন্ডা অনুযায়ী ৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ১৫ টাকা ইস্যু মূল্যে (৫ টাকা প্রিমিয়ামসহ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে ইস্যু করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৪১ কোটি ৯৪ লাখ টাকা মূলধন সংগ্রহ করা হবে এবং এর মাধ্যমে কোম্পানির সম্প্রসারিত প্ল্যান্টে একটি নতুন ফার্নেস স্থাপন করা হবে। 

সভায় রাইট শেয়ার ইস্যুর প্রয়োজনীয়তা উল্লেখ করে বক্তব্য রাখেন গ্রুপ চেয়ারম্যান এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শেয়ারহোল্ডারবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন সূচক বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। 

সভায় আরও উপস্থিত ছিলেন—পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ আজিজুল হক, স্বতন্ত্র পরিচালকদ্বয় শফিউল আলম খান চৌধুরী ও মুখতার আহমদ। 

সভায় আলোচ্য বিষয়ের ওপর প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন নির্বাহী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) জনাব কামরুল ইসলাম এফসিএ এবং সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোশাররফ হোসেন। এছাড়াও এইচ. এম. আশরাফ-উজ-জামান, এফসিএ, গ্রুপ সিএফও, স্বতন্ত্র স্ক্রুটিনাইজার অরুপ চৌধুরী, এফসিএ, পার্টনার আহমেদ জাকের অ্যান্ড কোং, চার্টার্ড একাউনটেন্টস এবং বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন