হোম > অর্থনীতি > করপোরেট

বেইজিংয়ে পয়লা বৈশাখ ও ঈদ উপলক্ষে বাংলাদেশিদের মিলনমেলা

চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে পয়লা বৈশাখ ১৪৩১ ও ঈদুল ফিতর উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। দেশীয় ঘরোয়া খেলা, বাংলা লোকসংগীত পরিবেশনসহ বাংলাদেশি নানা বাহারি খাবারের আয়োজন করা হয়েছিল। 

গতকাল শনিবার (২০ এপ্রিল) চীনের বেইজিং শহরের প্রাণকেন্দ্র চাওইয়াং পার্কে বাংলাদেশি কমিউনিটির এই আয়োজনে বিভিন্ন পেশার পাশাপাশি অনেক প্রবাসী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

মিলনমেলার পৃষ্ঠপোষকতা করেন ইঞ্জিনিয়ার মো. সামছুল হক। বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি ও পিএইচডি গবেষক জান্নাতুল আরিফ পুরো প্রোগ্রামের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব পালন করেন ক্যাপিটাল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ডা. মো. মনিরুজ্জামান শিহাব ও চায়না ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম বেইজিং এর শিক্ষার্থী মঈন উদ্দিন হেলালী তৌহিদ। 

বাংলাদেশ কমিউনিটি ২০২৪-এর মিলনমেলা সফল করার জন্য নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী শুভ্র, চিংহুয়া ইউনিভার্সিটির অর্জুন ও বেইজিং জিয়াতং ইউনিভার্সিটির সবুজ প্রোগ্রাম বাস্তবায়ন টিম মেম্বার হিসেবে কাজ করেন। 

মিলনমেলায় আগত পিএইচডি গবেষক উম্মে হাবিবা সাদিয়া বলেন, ‘দেশের বাইরে এই রকম প্রোগ্রামে উপস্থিত হওয়া সব সময় আমার কাছে আনন্দের ব্যাপার।’

মিলনমেলায় অংশগ্রহণকারী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিমুল চন্দ্র সরকার বলেন, ‘একসঙ্গে এত দেশি মানুষ দেখি আমি উচ্ছ্বাসিত। অনুভূতি প্রকাশ করা সম্ভব না।’ 

মিলনমেলার পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মো. সামছুল হক বলেন, ‘আমি গত ৪৫ বছর থেকে বেইজিংয়ে বসবাস করছি। আশা রাখছি, আগামী দিনে এই রকম আরও দেশি প্রোগ্রাম আয়োজনের সঙ্গে আমি সরাসরি সম্পৃক্ত থাকতে পারব।’ 

প্রোগ্রামের সমন্বয়ক জান্নাতুল আরিফ বলেন, ‘আমাদের দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য আগামী দিনেও আমাদের বিভিন্ন ধরনের প্রয়াস অব্যাহত থাকবে।’ 

দিনব্যাপী এই মিলনমেলায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও র‍্যাফল ড্র আয়োজনের মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পার্ক অ্যাভিনিউর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া