হোম > অর্থনীতি > করপোরেট

দুর্যোগকবলিতদের এক দিনের বেতন দিলেন স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কর্মীরা

দেশের অন্যতম প্রযুক্তি বিপণি পণ্য প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড আয়োজিত ‘দেশের জন্য আমরা’ শীর্ষক এক ভার্চুয়াল মিটিংয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে একটি কমিটি গঠন করতে নির্দেশ দেন স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সহসভাপতি মো. রাশেদ আলী ভূঁইয়া। 

সামাজিকভাবে দায়বদ্ধ করপোরেট প্রতিষ্ঠান হিসেবে, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং দুর্যোগকবলিত মানুষদের পাশে দাঁড়াতে মিটিং পরবর্তী সর্বসম্মতিক্রমে সকল কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন বন্যা কবলিত এলাকার মানুষদের দেওয়ার ঘোষণা দেন তিনি। 

মো. রাশেদ আলী ভূঁইয়া বলেন, ‘দেশের মানুষ বাঁচলে, বাঁচবে দেশ। দেশের এই বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা এবং আমাদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের স্বপ্রণোদিত এই উদ্যোগ নেওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। দেশের বিপর্যয়ে ‘‘স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’’-এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের চলতি মাসের একদিনের বেতন অনুদান দিয়ে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়াতে চায়। আমি মনে করি এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও বানভাসি মানুষের দুর্ভোগ লাঘব করতে সাহায্য করবে।’ 

অনুদান উত্তোলনের পর ২৯ জুন মানব সম্পদ বিভাগের ম্যানেজার আমিনুল করিম খানের নেতৃত্বে একটি টিম আস-সুন্নাহ ফাউন্ডেশনের কাছে অনুদানের টাকা হস্তান্তর করেছেন। 

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’