আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এইউএসটি) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘ইমপ্লিকেশনস অব ডাটা সাইন্স ইন বিজনেস’ শীর্ষক সেমিনার হয়েছে। আজ রোববার ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত এইউএসটির ভিসি সেমিনার হলে এই সেমিনার হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউএসটির ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ ফজলে ইলাহী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএমের সহকারী অধ্যাপক সাফায়েদুজ্জামান খান। এ সময় অন্যদের মধ্যে এইউএসটির বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন সালেহ মো. মাশেহদুল ইসলাম, এইউএসটির স্কুল অব বিজনেসর প্রধান এসএম শফিউল আলম, বিআইসিএমের সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ খানসহ এইউএসটির শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে ডাটা সায়েন্স ব্যবহার করে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও এইউএসটি যৌথভাবে সেমিনারের আয়োজন করে।