হোম > অর্থনীতি > করপোরেট

মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৩-এর টাইটেল স্পনসর শেয়ারট্রিপ

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সেরা এয়ারলাইনসমূহ নির্বাচনের লক্ষ্যে জনপ্রিয় ও সম্মানজনক ‘মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৩’-এর মতামত জরিপ কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। ভ্রমণবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত এবারের কার্যক্রমে টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপ। 

গত ৬ জুলাই ঢাকায় টাইটেল স্পনসরশিপসংক্রান্ত এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা সাদিয়া হক। 

এবারের আয়োজনে বিভিন্ন সেবা ক্যাটাগরিতে সেরা এয়ারলাইনগুলোকে স্বীকৃতি প্রদান করা হবে। এসব ক্যাটাগরির মধ্যে রয়েছে সেরা বিজনেস শ্রেণি, সেরা ইকোনমি শ্রেণি, বিজনেস শ্রেণিতে সেরা মিল, ইকোনমি শ্রেণিতে সেরা মিল, সেরা আঞ্চলিক এয়ারলাইন, সেরা দূরপাল্লার এয়ারলাইন, সেরা লয়ালটি প্রোগ্রাম, সেরা অনটাইম পারফরম্যান্স, সেরা অনবোর্ড সেবা, সেরা বাজেট এয়ারলাইন, সেরা কার্গো এয়ারলাইন, সেরা দেশি এয়ারলাইন এবং এয়ারলাইন অব দ্য ইয়ার। 

অনুষ্ঠানে বাংলাদেশ মনিটর সম্পাদক বলেন, ‘গ্রাহকদের চোখে এয়ারলাইন সেবার মান যাচাই আমাদের উদ্দেশ্য এবং এর মাধ্যমে আমরা এয়ারলাইনগুলোর মধ্যে তাদের নিজস্ব সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সুস্থ একটি প্রতিযোগিতা সৃষ্টি করতে চাই। আমাদের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার এবং সার্বিক সহযোগিতা প্রদানের জন্য শেয়ারট্রিপকে আন্তরিক ধন্যবাদ জানাই।’ 

শেয়ারট্রিপের প্রধান নির্বাহী সাদিয়া হক বলেন, ‘দেশের সম্মানজনক একটি এয়ারলাইন অ্যাওয়ার্ড প্রোগ্রামে বাংলাদেশ মনিটরের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এ জাতীয় একমাত্র প্রোগ্রামটি বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রাহক সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজস্ব সেবার মান বৃদ্ধির ক্ষেত্রেও এটি একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।’ 

শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৩ মতামত জরিপ কার্যক্রম শিগগিরই শুরু হচ্ছে। ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা এয়ারলাইন নির্বাচন করা হবে। বিভিন্ন পেশা গ্রুপের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড জরিপ ফলাফল বিশ্লেষণ এবং বিজয়ীদের নির্বাচন করবে। অক্টোবর মাসের কোনো এক সময় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী এয়ারলাইনগুলোর নাম ঘোষণা এবং তাদের পুরস্কার প্রদান করা হবে।

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’