হোম > অর্থনীতি > করপোরেট

কনকা ওয়াশিং মেশিন চীনে ৩ পুরস্কার জিতল

ওয়াশিং মেশিন ইন্ডাস্ট্রির জায়ান্ট প্রতিষ্ঠান কনকা গত ৯ সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত ২৬ তম চায়না হোম লন্ড্রি এবং ড্রাইং সামিট ফোরামে বিজয়ী হয়েছে। চায়না হাউসহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং চীনের স্টেট গ্রিড দ্বারা আয়োজিত এই শীর্ষ সম্মেলনে লন্ড্রি ও কেয়ার সলুশনের ক্ষেত্রে কনকার অবদান বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং নিরন্তর প্রচেষ্টার ফলে কনকা এই শীর্ষ সম্মেলনে তিনটি সম্মানজনক পুরস্কার অর্জন করল। এই পুরস্কারের মধ্যে রয়েছে ‘২০২৩ চায়না হোম লন্ড্রি অ্যান্ড ড্রাইং ইন্ডাস্ট্রি ঝেনকাই স্মার্ট ওয়াশিং অ্যান্ড কেয়ার লিডিং ব্র্যান্ড’, ‘২০২৩ চায়না হোম লন্ড্রি অ্যান্ড ড্রাইং ইন্ডাস্ট্রি স্মার্ট অ্যান্ড হেলদি ওয়াশিং অ্যান্ড ড্রাইং লিডিং প্রোডাক্ট’ ও ‘২০২৩ চায়না হোম লন্ড্রি অ্যান্ড ড্রাইং ইন্ডাস্ট্রি’।

কনকা ওয়াশিং মেশিন ইন্ডাস্ট্রিতে বেশ কয়েক বছর ধরে সুনামের সঙ্গে বিশ্বস্ত, স্বাস্থ্যকর, সুবিধাজনক ও মানসম্মত লন্ড্রি এবং কেয়ার সলিউশন দিয়ে আসছে। কনকার ‘এসআই ইন্টেলিজেন্স’ এবং ‘ওয়াশিং অ্যান্ড ড্রাইং ইন্টিগ্রেশন’ টেকনোলজির কারণে বাড়ির পরিচ্ছন্নতা এবং যত্নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, একই সঙ্গে ওয়াশিং মেশিন ইন্ডাস্ট্রিতে কনকার অবস্থানকে সুদৃঢ় করেছে।

এ ছাড়া, কনকা’র আলট্রা থিন ড্রাম ওয়াশিং এবং ড্রাইং ইন্টিগ্রেটেড মেশিন তাদের বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত দক্ষতার কারণে বেশ কার্যকরভাবে ব্যবহারকারীদের চাহিদা মেটাচ্ছে। শীর্ষ সম্মেলনে এই স্বীকৃতি উচ্চমানের পণ্য এবং সেবা প্রদানের ক্ষেত্রে কনকার অবিরাম প্রচেষ্টারই ফসল।

নিজস্ব স্বকীয়তা ও গুণগত মান নিয়ে সারা বিশ্বের ১২০ টির ও বেশি দেশের গ্রাহকদের আস্থা অর্জন করে কনকা ব্র্যান্ড দুই যুগ আগে ইলেকট্রো মার্ট লিমিটেড এর হাত ধরে বাংলাদেশে তার বিপণন কার্যক্রম শুরু করে। কর্মব্যস্ত জীবনে ওয়াশিং মেশিনের ব্যবহার অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে আমাদের জীবনে। স্বল্প সময়ে অধিক পরিমাণ কাপড় কাচা, স্বল্প বিদ্যুৎ খরচে কাপড় পরিষ্কার করা, আকর্ষণীয় ডিজাইন, প্রতিযোগিতামূলক মূল্য, দীর্ঘদিন নির্ঝঞ্ঝাটভাবে ব্যবহারযোগ্য বিষয়গুলো মাথায় রেখে ইলেকট্রো মার্ট বিভিন্ন টাইপের ওয়াশিং মেশিন যেমন, টপ লোডিং, ফ্রন্ট লোডিং, হট অ্যান্ড কোল্ড এবং ইনভার্টার সিস্টেম ওয়াশিং মেশিন বিপণন করে যাচ্ছে।

মাথাপিছু আয় বৃদ্ধি ও পারিবারিক জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে প্রতিনিয়ত ওয়াশিং মেশিনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ক্রেতাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে বিশ্বখ্যাত টেকনোলজি সমৃদ্ধ কনকা ওয়াশিং মেশিনের বেশ কয়েকটি সিরিজ বিপণন করছে ইলেকট্রো মার্ট। কনকা ওয়াশিং মেশিন এ রয়েছে-ইকো ওয়াশ যার ফলে অল্প পরিমাণ পানি ও অল্প বিদ্যুৎ খরচে অধিক পরিমাণ কাপড় কাচা সম্ভব, ইনভার্টার সিস্টেমের ফলে আপনার বিদ্যুৎ খরচে হবে সাশ্রয়, এইচ সি প্লাস হাই ক্লিনের ফলে আপনার কাপড়ের অতিরিক্ত কোনো দাগ পরিষ্কার করা সম্ভব, আইরন ফ্রি টেকনোলজির ফলে কাপড় কাচা পরবর্তী, কাপড়কে অতিরিক্ত কুঁচকানো থেকে রক্ষা করে।

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত