হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ইএসকিউআরের ‘কোয়ালিটি চয়েস প্রাইজ অ্যাওয়ার্ড’ পেল ইউসিবি স্টক ব্রোকারেজ

ইএসকিউআরের ‘কোয়ালিটি চয়েস প্রাইজ অ্যাওয়ার্ড’ পেল ইউসিবি স্টক ব্রোকারেজ। ছবি: সংগৃহীত

সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্প্রতি কোয়ালিটি চয়েস প্রাইজ অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড। আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান সোসাইটি ফর কোয়ালিটি রিসার্চের (ইএসকিউআর) পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়।

গত ৯ ডিসেম্বর অস্ট্রিয়ার ভিয়েনাতে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের পক্ষ থেকে পুরস্কারটি নেন হেড অব রিসার্চ মো. হাসিব রেজা।

নৈতিকতা, উদ্ভাবন, নেতৃত্ব এবং ধারাবাহিক উন্নতির সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করছে এমন প্রতিষ্ঠানগুলোকে ইএসকিউআরের এই কোয়ালিটি চয়েস প্রাইজ দেওয়া হয়। এই আন্তর্জাতিক স্বীকৃতি ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের গ্রাহকসেবা ও নৈতিকতার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। প্রতিকূল পরিস্থিতিতেও প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মান নিশ্চিত করতে বদ্ধপরিকর। মান বজায় রেখে ক্লায়েন্ট ও এই খাতের বিভিন্ন অংশীজনদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের সিইও মোহাম্মদ রহমাত পাশা এই অর্জন সম্পর্কে বলেন, ‘এই পুরস্কার আমাদের টিমের কঠোর পরিশ্রম, উদ্ভাবনী মনোভাব এবং প্রতিশ্রুতির প্রতিফলন। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদেরকে গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে অনুপ্রাণিত করবে এবং গুণগত মান ধরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে। এই প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের সব ধাপে মান বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।’

ইএসকিউআরের প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। গুণগত মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অসাধারণ অবদান রাখার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয় এই সংস্থা।

ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড গুণগত মান বজায় রেখে ভবিষ্যতেও ক্লায়েন্টদের জন্য উন্নত সেবা এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক খাতে একটি নতুন মানদণ্ড তৈরি করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর