হোম > অর্থনীতি

অক্টোবরে তৈরি পোশাক রপ্তানি কমতে পারে ২০ শতাংশ: বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতিতে চলছে মন্দা। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রধান দেশগুলো কমিয়ে দিয়েছে পোশাক ক্রয়। এর ধাক্কা এসে পড়ছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান আশঙ্কা প্রকাশ করেছেন, ‘চলতি অক্টোবর মাসে পোশাক রপ্তানি ২০ শতাংশ কমবে।’

আজ রোববার বিজিএমইএ নিজস্ব ভবনে আয়োজিত মিট দ্যা প্রেস উইথ ফারুক হাসান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

বিজিএমইএ সভাপতি বলেন, ‘এ অর্থবছরের প্রথম দুই মাসে, জুলাই-আগস্টে প্রবৃদ্ধি ভালো ছিল। কিন্তু গত দু’মাসে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ক্রয়াদেশ ক্রমশ কমছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি-৭.৫২ শতাংশ হ্রাস পেয়েছে। আমার আশঙ্কা চলতি অক্টোবর মাসে তৈরি পোশাক রপ্তানি কমবে ২০ শতাংশ।’ 

ফারুক হাসান বলেন, ‘চলতি বছরের আগস্ট পর্যন্ত পোশাক শিল্পে টানা প্রবৃদ্ধি হয়েছে। যে কারণে গত অর্থবছরে এ শিল্প খাত থেকে রপ্তানি হয়েছে ৪২.৬ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু গত দু’মাসে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ক্রয়াদেশ ক্রমশ কমছে। আমার আশঙ্কা পোশাক রপ্তানির এই নেতিবাচক প্রবৃদ্ধি অক্টোবরের পর নভেম্বরেও অব্যাহত থাকবে।’ 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফিতি এবং খুচরা বাজারে প্রভাবের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানিসহ প্রধান বাজারগুলোতে প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে বলেও জানান বিজিএমইএ সভাপতি। 

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিমসহ পরিচালনা বোর্ডের সদস্যরা।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস