হোম > অর্থনীতি

ভারত থেকে চালবাহী দুটি জাহাজ এল মোংলা বন্দরে

 মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরে গতকাল শনিবার সন্ধ্যায় জাহাজ নোঙ্গর করে। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা ১৬ হাজার ৪০০ টন চাল নিয়ে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুটি জাহাজ মোংলা বন্দরে নোঙর করেছে।

জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইনসের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল জানান, শনিবার সন্ধ্যায় ভারতের ধামরা বন্দর থেকে ৭ হাজার ৭০০ টন চাল নিয়ে বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় নোঙর করে পানামা পতাকাবাহী ‘বিএমসি আলফা’। একই সঙ্গে ৮ হাজার ৭০০ টন চাল নিয়ে থাইল্যান্ডে পতাকাবাহী ‘এমভি সি ফরেস্ট’ জাহাজটি নোঙর করে ফেয়ারওয়ে বয়ায়। আগামী সোমবার থেকে এই চাল খালাসের কাজ শুরু হবে বলে জানান তিনি।

মোংলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে দেশে আসবে মোট ৩ লাখ টন চাল। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস করা হবে মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ খালাস করা হবে চট্টগ্রাম বন্দরে।

মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান বলেন, ‘এটি ভারত থেকে আসা উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মোংলা বন্দরে আমদানি করা চালের দ্বিতীয় চালান। বন্দরে আসা দুটি বিদেশি জাহাজে মোট ১৬ হাজার ৪০০ টন চাল রয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) আমদানি করা এই চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) খালাস প্রক্রিয়া শুরু হবে।’

খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান আরও বলেন, এর আগে ২০ জানুয়ারি মোংলা বন্দরে প্রথম চালানে আসে ৫ হাজার ৭০০ টন চাল। সে সময় ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজের মাধ্যমে চালগুলো আসে।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস