দেশের নাগরিকদের জন্য চালু হওয়া বহুল প্রতীক্ষিত সর্বজনীন পেনশন স্কিমে এক লাখ মানুষ নিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে। স্কিম চালু হওয়ার সাড়ে ৯ মাসে এমন মাইলফলক স্পর্শ হয়েছে; যার মাধ্যমে সরকারি ফান্ডে জমা হয়েছে ৪২ কোটি টাকা। ১৬ এপ্রিল পর্যন্ত পেনশন স্কিমে যুক্ত ছিল ৫৪ হাজার ৬৪৭ জন। এর মাত্র ১৩ দিনের মাথায় লাখ ছাড়িয়ে গেল। গতকাল সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানায় অর্থ মন্ত্রণালয়।
জানা গেছে, ১৯ এপ্রিল প্রথমবারের মতো রাজশাহীতে পেনশন মেলা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে ৭ বিভাগে বিভাগীয় মেলা অনুষ্ঠিত হবে। এ উদ্যোগের ফলে নিবন্ধনসংখ্যার মাইলফলক এক লাখ অর্জিত হয়েছে।
প্রবাস, প্রগতি, সুরক্ষা এবং সমতা—এ চার স্কিম নিয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে সরকার। পেনশন বিধিমালা বলছে, সর্বজনীন পেনশন প্রথায় যার যত টাকা জমা, মেয়াদ শেষে তার তত বেশি পেনশন।