হোম > অর্থনীতি

জুলাই শহীদ দিবসে এফবিসিসিআইয়ের দোয়া, মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে আজ বুধবার গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

জুলাই শহীদ দিবস উপলক্ষে গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কার্যালয়ে।

আজ বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে সংগঠনটির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লিরা।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে হাফিজুর রহমান বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে দেশের ছাত্র-জনতা ও সাধারণ মানুষ জীবন দিয়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে দেশ ও রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারলে তাঁদের এই আত্মত্যাগ সার্থক হবে।

গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা যাতে সুচিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর বলেন, বৈষম্যমূলক কোটাপদ্ধতির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মাধ্যমে জুলাই আন্দোলনের সূচনা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে এই আন্দোলন বেগবান হয়। পরে তা ছাত্র-জনতা, মেহনতি মানুষ, কৃষক শ্রমিক সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে তার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে। তাই আজকের দিনটি দেশের মানুষের জন্য অনেক গৌরবের ও শৌর্যের। দেশে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক—আজকের দিনে এটাই এফবিসিসিআইয়ের প্রার্থনা।

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক