হোম > অর্থনীতি

জুলাই শহীদ দিবসে এফবিসিসিআইয়ের দোয়া, মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে আজ বুধবার গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

জুলাই শহীদ দিবস উপলক্ষে গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কার্যালয়ে।

আজ বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে সংগঠনটির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লিরা।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে হাফিজুর রহমান বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে দেশের ছাত্র-জনতা ও সাধারণ মানুষ জীবন দিয়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে দেশ ও রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারলে তাঁদের এই আত্মত্যাগ সার্থক হবে।

গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা যাতে সুচিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর বলেন, বৈষম্যমূলক কোটাপদ্ধতির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মাধ্যমে জুলাই আন্দোলনের সূচনা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে এই আন্দোলন বেগবান হয়। পরে তা ছাত্র-জনতা, মেহনতি মানুষ, কৃষক শ্রমিক সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে তার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে। তাই আজকের দিনটি দেশের মানুষের জন্য অনেক গৌরবের ও শৌর্যের। দেশে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক—আজকের দিনে এটাই এফবিসিসিআইয়ের প্রার্থনা।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত